27 C
আবহাওয়া
১০:৪১ পূর্বাহ্ণ - জুলাই ১৪, ২০২৫
Bnanews24.com
Home » মিটফোর্ডে পাথর নিক্ষেপ করে হত্যা,আরও ২ জন গ্রেফতার

মিটফোর্ডে পাথর নিক্ষেপ করে হত্যা,আরও ২ জন গ্রেফতার


বিএনএ, ঢাকা: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে  হত্যার ঘটনায় সজীব ও রাজিব নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।রোববার (১২ জুলাই) নেত্রকোনা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।  এ নিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ