28 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

ছাগলনাইয়ায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

ছাগলনাইয়ায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুই মাসব্যাপী ওই প্রশিক্ষণের আয়োজন করেছে সদর উপজেলা পরিষদ। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২৫ জন তরুণ তরুণী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

শনিবার (১৩ জুলাই) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

মাঝে ফেনী ডিসি
মাঝে ফেনীর ডিসি

ফেনী জেলা প্রশাসক মুছাম্মদ শাহীনা আক্তারের সভাপতিত্বে জেলা আইটি কর্মকর্তা রাশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার,পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ওসি হাসান ইমাম, বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) ও বিএনএনিউজ২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক কেএম জহিরুল কাইয়ুম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল।

বক্তব্য রাখেন, প্রশিক্ষক মো. আলা উদ্দিন, প্রশিক্ষণার্থী আবদুল্লাহ আল মাসুদ, সালমান মুনতাসীর ফাহিদ, সাবরিন ফারহা ফারিহা।

KM-Zahirul-Qaiyum
KM-Zahirul-Qaiyum

এসময় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি বলেন, বেকারত্ব দূর করতে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে দেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে। ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক। তারা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু চাকরির আশায় বসে থাকলে হবে না, প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে।

বিএনএনিউজ২৪, এবিএম নিজাম উদ্দিন, এসজিএন/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ