বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে চলমান রয়েছে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা। এদিকে নিষিদ্ধকালীন এই সময়ে মাছ পরিবহনকালে ৪৫ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার সময় উপজেলার কালাবিবির দিঘি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।
এসময় নিষিদ্ধকালীন সময়ে আনুমানিক ৪৫ মণ সামুদ্রিক লইট্ট্যা মাছসহ পরিবহনবাহী ট্রাক মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করা হয়। জব্দকৃত মাছ ১ লক্ষ ৫৬ হাজার টকায় নিলামে বিক্রি করা হয়। পরে ট্রাকচালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারায় ২ হাজার এবং মাছের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, সাগরে চলমান নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান চলমান থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের আরও কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।
বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম