24 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বুয়েটেই ভর্তি হচ্ছেন আবরার ফাহাদের ছোট ভাই

বুয়েটেই ভর্তি হচ্ছেন আবরার ফাহাদের ছোট ভাই

বুয়েটেই ভর্তি হচ্ছেন আবরার ফাহাদের ছোট ভাই

বিএনএ, ঢাকা : যে বুয়েটে বড় ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলন, সেখানেই ভর্তির সিদ্ধান্তের কথা জানালেন আবরার ফাইয়াজ। এমনকি যে হলে তার ভাইকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সেই হলে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এতে মত দিয়েছেন পরিবারের সদস্যরাও।

বুধবার (১৩ জুলাই) দুপুরে ফেসবুকের এক পোস্টে আবরার ফাইয়াজ নিজেই বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক নিজস্ব প্রোফাইলে ফাইয়াজ লিখেছেন, ‘পরিবারের সবার মতামতের ভিত্তিতে আমি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং–এ ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আপনারা অনেকেই নিজেদের মতামত জানিয়েছিলেন, তাই এই ব্যাপারটা আপনাদের জানানো। আমার ইচ্ছা অনুসারেই এখানে ভর্তি হতে চাওয়া।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক–ইউনিটে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি না হওয়ার বিষয়ে আবরার ফাইয়াজ লিখেছেন, ‘বুয়েট আর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি–আইইউটিতে সুযোগ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আর একবারও ভাবিনি। কারণ সেখানে পরিবেশ খুবই নোংরা এবং রাজনীতি সবচেয়ে বেশি। আমার ভাইয়ার ইচ্ছা ছিলো এখানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু শেষ পর্যন্ত বুয়েটে হয়ে যাওয়ায় এখানে পড়েনি।’

ফাইয়াজ তাঁর স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘একটা বিষয় আসলে পরিষ্কার করার দরকার, সবাই প্রথম থেকেই যে বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন যে—বুয়েটে গেলে নিরাপত্তার ব্যাপারে, এটা আসলে আমি কখনোই ভাবিনি। আবার, ভাইয়ার কথা মনে পড়বে, এ জন্য মানসিকভাবে ভেঙে পড়ব—এ রকম কিছু নিয়েও চিন্তিত ছিলাম না আসলে। আমার ইচ্ছা আছে ভাইয়ার শের-এ বাংলা হলেও সিট পেলে থাকবো। আপনারা অনেকেই আমাকে নিজের ছোট ভাই ভেবে অনেক পরামর্শ দিয়েছেন। অনেকেই অনেক কিছু বোঝানোর জন্য নিজেদের মূল্যবান সময় ব্যয় করেছেন। আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ।’

আবরার ফাইয়াজ বর্তমানে ফাইয়াজ গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি হয়ে আছেন।

গত ৩০ জুন বুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। আবরার ফাইয়াজ মেধাতালিকায় ৪৫০তম স্থান দখল করেন, যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান তিনি। তবে বুয়েটে টিকলেও দ্বিধায় ছিলেন ভর্তি হবেন কিনা তা নিয়ে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত হন তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। তারই ছোট ভাই আবরার ফাইয়াজ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ