বিএনএ, বিশ্বডেস্ক : মালদ্বীপে পলাতক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ৩৭ দশমিক ১ ধারা অনুযায়ী গোতাবায়া এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।
শ্রীলঙ্কার সংবিধান অনুসারে প্রেসিডেন্ট পদত্যাগ করলে তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বভার নেবেন প্রধানমন্ত্রী। আর যদি প্রধানমন্ত্রীও পদত্যাগ করেন সেক্ষেত্রে পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে রনিল বিক্রমাসিংহে চলমান পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া, দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।
শ্রীলঙ্কায় জরুরী অবস্থা জারি করা হয়েছে। তবে তা উপেক্ষা করে গণ–আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। তাঁরা গোতাবায়া ও রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।
বিএনএনিউজ/এইচ.এম।