পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারীর জ্যেষ্ঠ পুত্র, পাকিস্তান পিপলস পার্টির বর্তমান প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারী একদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। এমন আশা ও ইচ্ছা পোষন করেছেন তারই বাবা দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী। খবর ডন ডটকম।
আসিফ আলী জারদারী বলেন, বিলাওয়াল ভুট্টো যখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যখন বিদেশ সফর করেন তার সাবেক বন্ধুরা তাকে ফোনে জানান, বিলাওয়ালের ভবিষ্যত খুবই উজ্জ্বল।
মঙ্গলবার নবাবশাহের জারদারী হাউসে নির্বাচনে জয়ী দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তৃতাকালে আসিফ আলী জারদারী উপরোক্ত মন্তব্য করেন।
আসিফ আলী জারদারী পাকিস্তান পিপলস পার্টির বর্তমানে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত বেনজির ভুট্টোও এক সময় দলটির প্রেসিডেন্ট ছিলেন। তার মৃত্যুর পর তার বড় ছেলেকে দলের প্রেসিডেন্ট মনোনীত করা হয়।
বিএনএনিউজ,এসজিএন