21 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » হাজীদের দেশে ফেরা শুরু বৃহস্পতিবার

হাজীদের দেশে ফেরা শুরু বৃহস্পতিবার

হজের প্রথম ফ্লাইট রোববার; যাত্রী ৪১৫ জন

আগামীকাল বৃহস্পতিবার(১৪ জুলাই) হতে বাংলাদেশি হাজীদের দেশে ফেরা শুরু হচ্ছে। চলতি বছর হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ ১৬৫টি ফ্লাইটে সৌদিআরবে হজ পালনে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এবার পবিত্র হজ পালন শেষ হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা করবে বৃহস্পতিবার। একই দিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস (ঢাকা)।

Loading


শিরোনাম বিএনএ