বিএনএ, ঢাকা : রাজধানীর ভাটারা এলাকায় ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (১৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সোমবার রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় আক্তার হোসেন জানান, ভাটারার সোলমাইদ এলাকায় রাকিবুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে ওই ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় রাকিবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত রাকিবুল ছোলমাইদ এলাকার দক্ষিণ খন্দকার বাড়ির রফিক মাতব্বরের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/আজিজুল,ওজি