22 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), গফরগাঁওয়রর আজিম উদ্দিন (৪০), শিরিনা আক্তার (৬০), ঈশ্বরগঞ্জের ফরিদা বেগম (৪০), ত্রিশালের হোসনে আরা (৫৮), নেত্রকোনা সদর উপজেলার সালমা (৩৫), শেরপুর সদর উপজেলার মরিয়ম বেগম (৬৫), ও হানিফ মিয়া (৫০), টাঙ্গাইল শফিপুরের হাবিবুর রহমান (৪৬) ও মধুপুরের খোরশেদ আলম (৭০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৭০), আবুল বাশার (৬০), আব্দুল কুদ্দুস (৭০), সিরাজুল হক (৬০), কেএম জালালউদ্দিন (৮৭), আব্দুল রাজ্জাক (৬৫), জামালপুর সরিষাবাড়ির মাহফুজা বেগম (৫০), ও টাঙ্গাইল মধুপুরের সুরাইয়া বেগম (৩৪)

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৯৭৫টি নমুনা পরীক্ষা করে ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর