22 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » রামেক হাসপাতালে একদিনে আরও ১৯ মৃত্যু

রামেক হাসপাতালে একদিনে আরও ১৯ মৃত্যু

রামেক

বিএনএ, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৪ জনের মৃত্যু হয়।

এদিকে, চলতি মাসের ১৩ দিনে এখানে মারা গেলেন মোট ২২৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যান ৭১ জন। বাকি ১৫২ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসা নেয়া অবস্থায়। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৩ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং বগুড়া ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন। বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৯ জনের মধ্যে ৭ জন ষাটোর্ধ্ব, ১০ জন পঞ্চাশোর্ধ্ব, ২জন চল্লিশোর্ধ্ব।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন । সকালে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী ছিলেন ৫০৪ জন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ