25 C
আবহাওয়া
১২:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিম তীরে ৪ হাজার নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা

পশ্চিম তীরে ৪ হাজার নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা

Secretary-General of the League of Arab States Ahmed Aboul Gheit.

বিএনএ, বিশ্ব ডেস্ক: আরব রাষ্ট্রের লীগের মহাসচিব আহমেদ আবুল গীত ইসরায়েলি দখলদার সরকার কর্তৃক অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার  নতুন ইহুদি বসতি ইউনিট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনা ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমস্যা সমাধানে নানা অন্তরায় সৃষ্ঠি করবে।তিনি ইসরায়েলি সরকারের জবর দখল মনোভাবের নিন্দা জানান। খবর কায়রো থেকে সংবাদ সংস্থা ওয়াফার।

মঙ্গলবার(১৩জুন ২০২৩)এক বিবৃতিতে আরব রাষ্ট্রের লীগের মহাসচিব মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি দখলদার সরকারের অবৈধ এই পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে আহবান জানিয়ে বলেন, পশ্চিম তীরে ৪হাজারের বেশি নতুন আবাসন ইউনিট নির্মাণের ইসরায়েলি পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত এমন জমিগুলিকে ছিন্নভিন্ন করে দ্বি-রাষ্ট্র সমাধানের উদ্যেগকে দুর্বল করে দেবে।

আহমেদ আবুল গীত  যে বসতি নির্মাণ প্রকল্প ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে বিরাজমান সংকটকে আরো ঘণীভূত করবে তা এখনই বন্ধ করে দেয়া উচিত। দুদেশের মধ্যে শান্তিকে নষ্ট করে দিচ্ছে ইসরায়েলি সরকারের জবর দখল মনোভাব। দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে  ফিলিস্তিনি ভূমিকে ছিন্নভিন্ন করা যাবে না।

বিএনএনিউজ24,সৈয়দ গোলাম নবী

Loading


শিরোনাম বিএনএ