বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ মো. মাইন উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা রাস্তায় মাথা থেকে তাকে আটক করা হয়।
শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, একটি ইজিবাইক (টমটম) পুলিশ দেখে উল্টো ঘুরিয়ে পালাতে দেখলে সন্দেহ হয়। পরে ধাওয়া করে ইজিবাইক চালক টেকনাফের হ্নীলার উলচামরী এলাকার গুরামিয়ার ছেলে মো. মাইন উদ্দিন (২৫)কে আটক করা হয়। ইজিবাইকের ড্রাইভিং সিটের উপরে চালের সঙ্গে লাগানো অবস্থায় রাখা ২টি রাবারের সেন্ডেলের ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইজিবাইক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম।