26 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - মে ২৯, ২০২৫
Bnanews24.com
Home » ধর্ম নিয়ে কটূক্তি : জবি শিক্ষার্থীর ৫ বছর কারাদণ্ড

ধর্ম নিয়ে কটূক্তি : জবি শিক্ষার্থীর ৫ বছর কারাদণ্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথি সরকার

ঢাকা:  ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথি সরকারকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার(১৩ মে২০২৪) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় এ রায় ঘোষণা করেন।

জানা যায়, আসামি তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (জ.বি) শাখার দপ্তর সম্পাদক ছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে ওই সংগঠন থেকে বরখাস্ত করা হয়েছিল।

অনুরুপ অভিযোগে ২০২০ সালের ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছিলেন।

মামলার অভিযোগ বলা হয়, আসামি তিথি সরকার রাজধানীর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২০ পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ