18 C
আবহাওয়া
১২:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ঘূর্ণিঝড় মোখা, ২৮৪ মেডিক্যাল টিম গঠন চট্টগ্রামে

ঘূর্ণিঝড় মোখা, ২৮৪ মেডিক্যাল টিম গঠন চট্টগ্রামে


বিএনএ, চট্টগ্রাম :  ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে ২৮৪টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। শনিবার (১৩ মে) গণমাধ্যমকে  এ তথ্য জানান চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

এ ছাড়া ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।

ডা. ইলিয়াছ চৌধুরী বলেন,  দুর্যোগ মোকাবিলায় মোট ২৮৪টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন ৫টি করে মোট ৭০টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।

এছাড়া জেলার ২০০ ইউনিয়নে জন্য একটি করে মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিক্যাল টিম রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ