বিএনএ, ডেস্ক : কক্সবাজার জেলার চকরিয়া থেকে জলদস্যু জিকু বাহিনীর প্রধান জিয়াবুল হক জিকুকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার(১২ মে)তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জিকু চকরিয়া থানার ছৈনাম্মার ঘোনা এলঅকার মৃত আনছার উল করিমের পুত্র।
র্যাব- ৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ছৈনাম্মার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করে। জিয়াবুল হক জিকু ছিলেন বঙ্গোপসাগরের দুঃসাহসী জলদস্যু। এছাড়াও সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছিল। সে একটি জলদস্যু গ্যাং পরিচালনা করতো।
সম্প্রতি জিকু বিভিন্ন জলদস্যু গ্রুপের সাথে যোগাযোগ শুরু করে এবং তার জলদস্যু দলকে সংগঠিত করে আগের ব্যবসা শুরু করেছে। জলদস্যু দলের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের দায়িত্বও ছিল তার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিএনএ/ ওজি