16 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ তরুণীর মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ তরুণীর মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ তরুণীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-জান্নাতুল ফেরদৌস মুনী (১৮) ও তাহমিনা আক্তার পলি (১৯)।

চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। নিহত দুই তরুণী পোশাক শ্রমিক বলে ধারণা করছেন তিনি।

এ ঘটনায় আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ