বিএনএ ডেস্ক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা নববর্ষ ও মাহে রমজান উপলক্ষে এর আগে গত ১৩ এপ্রিল জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সন্ধ্যার পর বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় এবং পরদিন থেকে রোজা শুরু হয়। এক মাস পর পবিত্র ঈদুল ফিতরের আগের সন্ধ্যায় আবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনএনিউজ২৪/এমএইচ