বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশী মদ ও বিয়ার ক্যানসহ রবিউল আলম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত দুইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকা থেকে তাকে আটক হয়।
আটক যুবক রবিউল আলম উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. হাসানের ছেলে।বিষয়টি গণমাধ্যমকে জানান র্যাব-১৫ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।
তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল আলম কে আটক করা হয়। অভিযান চলাকালীন তার অন্যতম সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৮৫ বোতল বিদেশি মদ ও ৯৮৭ ক্যান বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, আটককৃত আসামী ও পলাতক ব্যক্তি পরস্পর দিরঘদিন যাবৎ ধরে অবৈধ ভাবে যোগসাজশে টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।আটকের পর তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি