15 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মারা গেছেন তাহসানের বাবা

মারা গেছেন তাহসানের বাবা

তাহসান

বিনোদন ডেস্ক: বাবা হারালেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। বুধবার রাত ৮টায় তার বাবা সানাউর রহমান খান অনন্তলোকের পথে পাড়ি জমান।

তাহসান নিজেই গণমাধ্যমকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। উনার দাফনের বিষয়ে পরে জানানো হবে।’

গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।

তাহসানের স্বজনরা জানিয়েছেন, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা গেছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ