26 C
আবহাওয়া
৬:৪৪ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৫
Bnanews24.com
Home » পহেলা বৈশাখের অনুষ্ঠানে নাশকতার আশঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

পহেলা বৈশাখের অনুষ্ঠানে নাশকতার আশঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নাশকতার আশঙ্কা নেই

বিএনএ, ঢাকা: বাংলা বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে জঙ্গি হামলা বা নাশকতার কোনো আশঙ্কা নেই। এমন তথ্য জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে অন্যান্য বছরের মতো এবারও র‌্যাব বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, শিল্পকলা একাডেমি, বিআইসিসি ভবন, নজরুল একাডেমি, উত্তরা মাঠসহ বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, টিএসসি, শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা বটমূলে আউটার ও ইনার প্যারামিটারে বিভক্ত করা হয়েছে। এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত চেকপোস্ট বসানো হয়েছে। রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা ইনস্টিটিউটসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হবে।

র‌্যাব প্রধান বলেন, র‌্যাব নিজেদের নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। র‌্যাব সদর দপ্তরে নিয়ন্ত্রণকক্ষের (হটলাইন নম্বর: ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবু গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র‌্যাব।

র‌্যাব প্রধান বলেন, বাংলা নববর্ষ ঘিরে ভার্চ্যুয়াল জগতে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। অনুষ্ঠানে আগত নারীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানি রোধে কাজ করবে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কোনো নারীকে হেনস্তা করা হলে তার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান র‌্যাব মহারিচালক।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ