29 C
আবহাওয়া
১০:৪৭ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ‘ঈদে চলবে বিশেষ ট্রেন; অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল’

‘ঈদে চলবে বিশেষ ট্রেন; অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল’

'ঈদে চলবে বিশেষ ট্রেন; অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল'

বিএনএ, ঢাকা: ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বলেন, একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে।

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদের সম্ভব্য দিন ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সেই হিসেবে ২৭ এপ্রিলের টিকিট ২৩ এপ্রিল; ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল; ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল; ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল এবং ১ মে’র টিকিট বিক্রি হবে ২৭ এপ্রিল।

রেলমন্ত্রী জানান, ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর স্পেশাল ১ ও ২ ট্রেন, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রোডে ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলাচল করবে।

দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রোডে ২৯ এপ্রিল থেকে ১ মে ও ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে।

খুলনা স্পেশাল (মৈত্রী রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রোডে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে। শোলাকিয়া স্পেশাল- ১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভেরববাজার রোডে এবং শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রোডে শুধুমাত্র ঈদের দিন চলবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ