বিএনএ,ঢাকা : রাজধানীর কলাবাগানে ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে খবর পেয়ে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে ওই যুবকের রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি জানান, ওই যুবকের ডান চোখের উপড়ে এবং কপালে কাটা দাগ রয়েছে। এছাড়া ডান হাত ভাঙা, নাক থেতলানো ও শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ পাওয়া গেছে।
তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতব্যক্তির পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পাজামা।
বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন