18 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন পুলিশের উপ-পরিদর্শক

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন পুলিশের উপ-পরিদর্শক

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন পুলিশের উপ-পরিদর্শক

বিএনএ গোপালগঞ্জ :গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোকোনুজ্জামান (২৫) নামে গোপালগঞ্জের কাশিয়ানী থানার এক উপ-পরিদর্শক (এসআই)।মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরের দিকে থানা কোয়ার্টারের এ ঘটনা ঘটে।

আত্মহননকারী উপ-পরিদর্শক রোকোনুজ্জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে থানা কোয়ার্টারের সিড়ির রডের সঙ্গে উপ-পরিদর্শক (এসআই) রোকোনুজ্জামানকে ঝুলে থাকতে দেখতে পান একই থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আনোয়ার।পরে তিনি থানার অন্যান্য পুলিশ সদস্যদের খবর দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে রোকোনুজ্জামানকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ  জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে রোকোনুজ্জামান আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ