26 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ইটভাটার চিমনিতে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ইটভাটার চিমনিতে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ইটভাটার চিমনিতে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ইটভাটার চিমনিতে পড়ে মোহন মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাতে হাটহাজারী উপজেলার চারিয়ার মির্জাফুল গাউছিয়া ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত মোহন মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গাংগাইট্টা এলাকার জজ মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ইটভাটার চিমনিতে পড়ে দগ্ধ হন মোহন মিয়া। এ সময় গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ