27 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইছামতি নদী থেকে স্বর্ণ পাচারকারীর মরদেহ উদ্ধার

ইছামতি নদী থেকে স্বর্ণ পাচারকারীর মরদেহ উদ্ধার

ইছামতি নদী থেকে স্বর্ণ পাচারকারীর মরদেহ উদ্ধার

বিএনএ, যশোর: বাংলাদেশ- ভারত সীমান্তের মধ্যবর্তী ইছামতি নদী থেকে নিখোঁজের ৪ দিন পরে মশিয়ার রহমান (৫৫) নামে এক স্বর্ণ পাচারকারীর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড’র (বিজিবি) সদস্যরা। বুধবার (১৩ মার্চ) দুপুরে শার্শা উপজেলার অগ্রভুলট সীমান্তের ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় মরদেহের শরীরে বাঁধা অবস্থায় ৫ কেজি ২০০ শ গ্রাম ওজনের ৪০ টি স্বর্ণের বার পাওয়া যায়।

নিহত মশিউর রহমান শার্শা উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের বুড়ো মোড়লের ছেলে।

খুলনা ২১ বিজিবি’র সিও লে. কর্নেল খুরসিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ মার্চ বিকেলে একটি স্বর্ণের চালান নিয়ে ইছামতি নদী দিয়ে ভারতে প্রবেশকালে নদীতে ডুবে যান মশিয়ার। গত ৩ দিন ধরে সীমান্তের ইছামতি নদীতে তার মরদেহ উদ্ধারে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরিরা ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) চেষ্টা চালায়। তবে ভারত অংশে প্রবেশে বিএসএফের বাধার মুখে ডুবুরিরা মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়। অবশেষে ৪ দিন পর সকালে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে অগ্রভুলোট সীমান্ত এলাকায় মরদেহটি ভেসে ওঠে।

পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে বিজিবি ও পুলিশকে খবর দেয়। বিজিবি সদস্যরা বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে মশিয়ার রহমানের স্বজনরা জানান, জামাল ও রহিম বক্স নামে দুজন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলো।

শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশের একাধিক টিম তৎপর রয়েছে। উদ্ধার স্বর্ণ যশোর ট্রেজারীতে জমা দেওয়া হবে।

বিএনএনিউজ/ সোহাগ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ