বিএনএ, রাঙামাটি : মেঘের রাজ্য সাজেকে সীমান্ত সড়কের কাজ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৪ জন শ্রমিক।
সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে সাজেকের দাড়িপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে রাতে ফেরার পথে শ্রমিকদের পরিবহন করা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী আহতদের উদ্ধার করে জিপ গাড়ি যোগে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান স্থানীয়রা। এখনো পর্যন্ত নিহত ও আহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, শ্রমিকরা সীমান্ত সড়কের কাজ শেষে ট্রাক যোগে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের
উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ১১ মার্চ ও ৪ মার্চ পৃথক সড়ক দূর্ঘটনায় রাঙামাটিতে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।