বিএনএ, রাঙামাটি : ‘তথ্যের অধিকার সুশাসনের অঙ্কীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে দিনব্যাপী শুরু হয়েছে তথ্যমেলা। সোমবার (১৩ মার্চ) সকালে রাঙামাটি কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে রাঙামাটি জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) তথ্য মেলাটি আয়োজন করেন।
তথ্যমেলা উদ্বোধনের পরেই মেলার স্টলগুলো পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর বাঞ্ছিতা চাকমা।
তথ্য মেলায় দেখা যায়, মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৪টি স্টল রয়েছে। স্টলগুলোত সরকারি বিভিন্ন সেবার তথ্য দেয়া হচ্ছে। দেশে সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ, তথ্য শক্তি,তথ্য জানবো-জানাবো এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য জানতে পারছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাসহ সামাজিক, সাংস্কৃতিক নেতাকর্মী ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিএনএ/ছোটন, এমএফ