বিএনএ ডেস্ক: কলকাতার একাধিক টিভি সিরিয়ালের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় ওই অভিনেত্রীকে। তবে বইমেলা থেকে পকেটমার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন রূপা দত্ত নামের সেই অভিনেত্রী।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে গ্রেপ্তার হন তিনি।
কলকাতার গণমাধ্যম জানায়, শনিবার সন্ধ্যায় ডাস্টবিনে একটি ব্যাগ ফেলে চলে যাচ্ছিলেন রূপা দত্ত। তখন বইমেলার টহলরত পুলিশের এক সদস্যের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়। রূপা দত্তের গতি রোধ করে পুলিশ। ডাস্টবিনে একটি ভাল ব্যাগ কেন ফেললেন সে প্রশ্ন করা হয় তাকে। তবে কেনো প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি রূপা।
পরে পুলিশের নারী সদস্যকে দিয়ে অভিনেত্রী রূপার দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। তখনই বের হয়ে আসে আসল রহস্য। রূপা দত্তের ব্যাগের মধ্যেই একাধিক মানিব্যাগ। এসব ব্যাগ থেকে প্রায় ৭৫ হাজার রুপি উদ্ধার হয়। অনেক টাকা ছিল তার ব্যাগে। রূপাকে বিধান নগর উত্তর থানায় নিয়ে যায় পুলিশ।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রূপা তার এই অপকর্মের কথা স্বীকার করেন। জানান, বড় বড় অনুষ্ঠান ও জনবহুল জায়গায় এমন অপকর্ম করে থাকেন তিনি।
তবে একজন অভিনেত্রী এমন ঘৃণ্য কাজ কেন করেন সে বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় থানা পুলিশ। অভিনেত্রী রূপার বড় কোন চক্র থাকতে পারে বলেও সন্দেহ পুলিশের।
বিএনএ/ এ আর