29 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ : নিউজিল্যান্ডকে ১৪১রানে হারালো অস্ট্রেলিয়া

ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ : নিউজিল্যান্ডকে ১৪১রানে হারালো অস্ট্রেলিয়া

আইসিসি ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ২০২২(ICC Women’s Cricket World Cup 2022)

আইসিসি ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ২০২২(ICC Women’s Cricket World Cup 2022)এর রবিবার(১৩মার্চ) এর খেলায় নিউজিল্যান্ড নারী দলকে ১৪১রানে হারালো অস্ট্রেলিয়া নারী দল।

ওয়েলংটনে অনুষ্ঠিত এই খেলায়  নিউজিল্যান্ড নারী দল টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়া নারী দল প্রথমে ব্যাট করে ৫০ওভারে ৮ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে।

জবাবে ২৭০ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড নারী দল ৩০ ওভার ২ বল খেলে সব উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান সংগ্রহ করতে সমর্থ হয়।

খেলার ফলাফল: অস্ট্রেলিয়া ১৪১ রানে জয়ী

ICC Women’s Cricket World Cup 2022

আগামীকালের(সোমবার-১৪ মার্চ) খেলা :

বাংলাদেশ নারী দল বনাম পাকিস্তান নারী দল , বাংলাদেশ সময় ভোর ৪টা, সেড্ডন পার্ক, হ্যামিলটন।

সাউথ আফ্রিকা নারী দল বনাম ইংল্যান্ড নারী দল,বাংলাদেশ সময় সকাল ৭টা, বে ওভাল। 

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ