বিএনএ ডেস্ক:রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ লিজেন্ডস। নাজিমউদ্দিন-আফতাবদের ঝোড়ো ইনিংসে ভর করে লাল সবুজের প্রতিনিধিরা ১৭০ রানের টার্গেট দেয় ক্যারিবিয়ানদের।
শুক্রবার ভারতের রায়পুরে টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ লিজেন্ডস। নাজিম উদ্দিন ঝোড়ো ব্যাটিং করলেও অন্য ওপেনার মেহরাব হোসেন খেলছিলেন ধীরে-সুস্থে। নাজিমউদ্দিনের রানআউটে দলীয় ৬৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
নাজিমউদ্দিন ২৪ বলে ৩টি চার ও ২টি ছয়ের মারে ৩৩ রান করেন। প্রথম উইকেট হারানোর পর দমে যায়নি লিজেন্ডসরা। ব্যাট হাতে ঝড় তোলেন আফতাব আহমেদ। মাত্র ২১ বলে ৪টি চার ও ১টি ছয়ে করেন ৩৩ রান। আফতাব আউট হওয়ার পরের ওভারেই ফেরেন মেহরাব। তার ব্যাট থেকে আসে ৪৫ বলে সর্বোচ্চ ৪৪ রান।
নাজিমউদ্দিন-আফতাবদের দেখে ব্যাট হাতে ঝড় তোলেন পেসার মোহাম্মদ শরীফও। তিনি মাত্র ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন। হাঁকান ৩টি দৃষ্টিনন্দন ছয়। দারুণ শুরুর পর শেষ দিকে ব্যাট হাতে রান তুলতে ব্যর্থ আব্দুর রাজ্জাক-রফিক। দুজনেই ফেরেন ০ রানে। এ ছাড়া খালেদ মাসুদ করেন ৫ রান।
ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সোলেমান বেন।