28 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - মে ৩, ২০২৫
Bnanews24.com
Home » প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় জামায়াত : গোলাম পরওয়ার

প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় জামায়াত : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

ঢাকা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন করা যাবে না। নির্বাচন করার জন্য যে সংস্কার লাগে সেটুকুর জন্য সময় জামায়াতে ইসলাম দিতে প্রস্তুত।’

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) আগারগাওস্থ নির্বাচন ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার ইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

এর আগে, অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিরে সাথে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সেটি করতে অনেক সময় লাগবে এবং সেটি নির্বাচিত সরকারের কাজ। তবে অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের পক্ষে জামায়াত।’ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতিতে একমত কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘মাস আমাদের কাছে বিষয় না। বিষয় হলো প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। ৩০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা জামাতের আছে। আমরা প্রস্তুত।’

 

নিবন্ধন নিয়ে আলোচনা হয়েছি কি না? জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘এটা আদালতের বিষয়। আমরা আশা করি, ন্যায় বিচার পাবো। আশা করি, সুবিচার পাবো।’

দলের প্রতীকের বিষয়টি নজরে আনলে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের দলীয় প্রতীক তো আছেই। আশা করি, আমরা আদালত থেকে ন্যায় বিচার পাবো।’

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ