20.7 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭৩ রানে হারালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭৩ রানে হারালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

স্পোর্টস ডেস্ক: বিপিএল চট্টগ্রাম পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭৩ রানে হারালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। কুমিল্লার দেয়া ২৪০ রানের টার্গেটে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে  চট্টগ্রাম ১৬ দশমিক ৩ ওভারে মাত্র ১৬৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়।

এর আগে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিপিএল এর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা দেড়টায় এ ম্যাচ শুরু হয়। কুমিল্লার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।

উইল জ্যাকস ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এদিন অনেকটা পূর্ণ শক্তির দল পায় কুমিল্লা। উইল জ্যাকস, ব্রক গেস্টরা তো আগেই এসেছিলেন বাংলাদেশে, এদিন যোগ দেন মইন আলিও। সুবাদে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠে বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের আরো সাহসী করে তোলেন লিটন দাস। অধিনায়কের মতো পথ দেখান সামনে থেকে।

লিটন দাস আর মইন আলির বিধ্বংসী অর্ধশতকের সাথে উইল জ্যাকসের ঝড়ো শতক; বিপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ তুলে থামলো ভিক্টোরিয়ান্সরা।

লিটন দাস ৩১ বলে ৬০ রানে ফেরেন সাজঘরে।জ্যাকস ৫৩ বলে ১০৮ রান। গেস্ট ১১ বলে রান।

মইন আলি প্রথম ম্যাচ খেলতে নেমেই তুলে নেন ফিফটি, অপরাজিত থাকেন ২৪ বলে ৫৩ রানে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সএর পক্ষে যোগ হয় অতিরিক্ত ৮ রান। ২০ ওভার খেলে ৩ উইকেটে ২৩৯ রান পেয়েছে কুমিল্লা।

 

চট্টগ্রামের হয়ে শহিদুল পান ২ উইকেট । সৈকত আলী পেয়েছেন ১ উইকেট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর পক্ষে তানজিদ হাসান ২৪ বলে ৪১,সৈকত ১১বলে ৩৬, জোশ ব্রাউন ২৩বলে ৩৬ রান করেন।

ভিক্টোরিয়ান্সএর পক্ষে রিশাদ হোসেন,মঈন আলী ৪ উইকেট করে এবং মুস্তাফিজ ২ উইকেট পেয়েছেন।

কুমিল্লা একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, তাওহীদ হৃদয়, মঈন আলী, উইল জ্যাকস, ব্রুক গেস্ট, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

চট্টগ্রাম একাদশ : জস ব্রাউন, তানজিদ হাসান, সৈকত আলী, টম ব্রুস, শাহাদত হোসেন, কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।

বিএনএনিউজ২৪,এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ