22 C
আবহাওয়া
১২:২৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » নিপাহ ভাইরাসে আরও একজনের মৃত্যু

নিপাহ ভাইরাসে আরও একজনের মৃত্যু

নিপাহ ভাইরাসে ৭ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা: নিপাহ ভাইরাসে আক্রান্ত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবকের নাম শাহ আলম (২২)। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।

সোমবার (১৩ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। জানান, রাত ৮টার দিকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে যুবকের মৃত্যু হয়।

নাজমুল হক বলেন, গত শুক্রবারে জ্বর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই শাহ আলম। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালের পক্ষ থেকে শাহ আলমের নিপাহ ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দেয়া হয়।

নাজমুল হক বলেন, সোমবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তার নিপাহ ভাইরাস পজিটিভ দেখা যায়। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলম। তাকে নিয়ে চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ