22 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » মেট্রোরেলের প্রকৌশলী শাহরিয়ার নিখোঁজ

মেট্রোরেলের প্রকৌশলী শাহরিয়ার নিখোঁজ

মেট্রোরেলের প্রকৌশলী শাহরিয়ার নিখোঁজ

বিএনএ: ঢাকা মেট্রোরেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের সহকারী প্রকৌশলী শাহরিয়ার কবির (২৮) নিখোঁজ।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল থেকে তিনি নিখোঁজ উল্লেখ করে রাতেই তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা রাশিদা আক্তার।

জিডি থেকে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি শাহরিয়ার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক করেছেন শাহরিয়ার। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়। পরিবারের সঙ্গে রাজধানীর লালবাগের আজিমপুর টাওয়ারে থাকেন তিনি।

তুরাগ থানার উপপরিদর্শক শাহ একরামুল বলেন, ‘তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে শাহরিয়ারের মোবাইল ও ল্যাপটপ অফিস কক্ষে পাওয়া গেছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ