বিএনএ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত থেকে এক মাসে অজ্ঞাত ৯ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে। এখনো তাদের পরিচয় মিলেনি। বেওয়ারিশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে আছে। পুলিশ ও হাসপাতাল মর্গ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
রাজধানীর খিলগাঁও তিলপাড়ার ফুটপাত থেকে রোববার দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার খান বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিল পাড়ার ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। এছাড়া ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতনামা ৯ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে হবে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের পর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় না পেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। ধারণা করা হচ্ছে, তাদের বেশর ভাগই মাদক সেবী। অসুস্থতার কারণে মারা যেতে পারে।
এ দিকে মর্গ সূত্রে জানা যায়, ৯ মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। মরদেহ মর্গের ফ্রিজে রাখা হয়েছে। আর ২/৩দিন দেখার পর তাদের কোন আত্মীয় স্বজন না আসলে মরদেহ গুলো বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করবে।
বিএনএ/ আজিজুল,ও