24 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ভালোবাসা দিবসে কেমন উপহার দিবেন প্রিয় মানুষকে?

ভালোবাসা দিবসে কেমন উপহার দিবেন প্রিয় মানুষকে?

ভালোবাসা দিবস

লাইফস্টাইল ডেস্ক: শীত ফুরিয়ে এলো প্রায়। প্রকৃতিতে ছোঁয়া লাগছে বসন্তের। শুকনো প্রকৃতি সেজে উঠছে সবুজে। এ সময়টা যেন কানে কানে গুনগুনিয়ে বলে যায়, চলে এসেছে ভালোবাসার মৌসুম। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, যে দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধুবান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসা জানায়।

বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুব ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়।বর্তমান সময়ে ভ্যালেন্টাইন্স দিবসের কদর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়।

তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে তো উপহার দিতেই হয়। তবে এখন প্রশ্ন হলো– ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন।

আসুন জেনে নিই ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন-

১. কমবেশি সবাই ফুলকে ভালোবাসে। তাই প্রিয়জনকে ভালোবাসা জানাতে পারেন ফুল দিয়ে। যাকে ভালোবাসেন তাকে একগুচ্ছ ফুল দিয়েই বরণ করে নিন এই দিনে।

২. প্রিয় মানুষটির জন্য তার পছন্দমতো এক বাক্স চকলেট দিতে পারেন।

৩. উপহার হিসেবে কার্ডও দিতে পারেন। তাতে ভালো লাগা কোনো মুহূর্তের কথা অথবা মনের কোনো ইচ্ছার কথা লিখে দিতে পারেন।

৪. ভালোবাসার মানুষকে দিতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার বই। কথার ছলেই তার কাছ জেনে নিন কোন ধরনের বই তার পছন্দ।

৫. বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে পোশাক উপহার দিতে পারেন।

৬. ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে ভিন্ন রঙ ও সুবাসের পারফিউম এবং বডি স্প্রে দিয়েও চমকে দিতে পারেন।

৭. ফটোফ্রেমে নিজেদের যুগল ছবি ফ্রেমে বাঁধিয়ে প্রিয়জনকে উপহার দিন।

৮. ভালোবাসার মানুষকে গহনাও উপহার দিতে পারেন। নারীরা গহনা খুবই পছন্দ করেন।

৯. বোনের জন্য কোনো সুন্দর হ্যান্ডব্যাগ দিতে পারেন। বাড়ির ছোটদের জন্য চকলেটই যথেষ্ট।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ