বিএনএ, স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে ৪-০ বড় ব্যবধানে আরামবাগের বিরুদ্ধে জয় পেল আবাহনী। শনিবার (১৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
শনিবারের ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহো। একটি করে গোল করেন মাসিহ সাইঘানি ও দীপক রায়।
ম্যাচের ৩১ মিনিটে রায়হান হাসানের থ্রো ইন থেকে দলকে এগিয়ে নেন তোরেস। ৪২ মিনিটেও ব্যবধান করেন দ্বিগুণ তিনি। ৬১ মিনিটে সাদ উদ্দিনের থ্রু থেকে লক্ষ্যভেদ করেন আফগানিস্তানের সাইগানি। তখন গোলের নেশা পেয়ে বসেছিল আবাহনীর খেলোয়াড়দের। যে তালিকায় ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে যোগ দেন বদলি ফরোয়ার্ড দীপক রায়ও।
আট ম্যাচে পঞ্চম জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আবাহনী। অন্য দিকে আরামবাগ ৭ ম্যাচে এখন পর্যন্ত পয়েন্টের খাতাই খুলতে পারেনি।
বিএনএনিউজ/ এইচ.এম।