30 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » একমাসে ইন্টারনেট ব্যাংকিং ৭৮ হাজার কোটি টাকা!

একমাসে ইন্টারনেট ব্যাংকিং ৭৮ হাজার কোটি টাকা!

ইন্টারনেট ব্যাংকিং

বিএনএ,ঢাকা: ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে এপ্রিল-সেপ্টেম্বর সময়ে প্রতি মাসের গড় লেনদেন ছিল ৪৫ হাজার কোটি টাকা। অক্টোবর শেষে তা হঠাৎ বেড়ে প্রায় ৭৯ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এর আগে কোনো একক মাসে এত লেনদেন হয়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপসে গ্রাহক ছিলেন ৬৪ লাখ ৩২ হাজার ২৯১ জন। ওই মাসে লেনদেন হয় ৩৩ হাজার ৯২৫ কোটি টাকা। গত সেপ্টেম্বরে গ্রাহক বেড়ে হয় ৭৭ লাখ ৮৮ হাজার ৮৯৬ জন। ওই মাসে লেনদেন বেড়ে হয় ৪৮ হাজার ৭১৬ কোটি টাকা। এর পরের মাস অক্টোবরে গ্রাহক আরও কিছুটা বেড়ে হয় ৭৯ লাখ ৮০ হাজার ৮৫৯ জন। লেনদেন দাঁড়ায় ৭৮ হাজার ৮৬৩ কোটি টাকায়।

ব্যাংকের কর্মকর্তারা জানান,  অক্টোবরে মাসে লেনদেন অনেক বেড়ে যাবার বিষয়ে কেউ কেউ বলছেন, এটি তথ্যের ভুল। পরের মাসের তথ্য প্রকাশিত হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে।

ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপসে সবচেয়ে বেশি লেনদেন হয় ইসলামী ব্যাংকের সেলফিন ও ইন্টারনেট মাধ্যমে। এরপর রয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংকের অ্যাপস নেক্সাস পে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা, ইস্টার্ণ ব্যাংকের স্কাই ব্যাংকিং। তা ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি স্মার্ট, ঢাকা ব্যাংকের গো অ্যাপসসহ আরও কয়েকটি ব্যাংকের অ্যাপসে ভালো গ্রাহক রয়েছেন।

ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস নির্ভর ব্যাংকিং সেবা দিন দিন বাড়ছে। এখন প্রায় ৮০ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস দিয়ে ব্যাংকিং লেনদেন সামাল দেন।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ