23 C
আবহাওয়া
৬:২০ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » আওয়ামী লীগ তার মরণযাত্রা শুরু করেছে:রিজভী

আওয়ামী লীগ তার মরণযাত্রা শুরু করেছে:রিজভী


বিএনএ, ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,স্মার্ট যাত্রা নয় আওয়ামী লীগ তার মরণযাত্রা শুরু করেছে।রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থেকে ডামি নির্বাচনের নামে যে সংসদের জন্ম দিয়েছে আগামীতে দেশের জনগণের ভোটে সরকার গঠিত হলে প্রতিটি টাকার হিসাব দিতে হবে।

শনিবার (১৩ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন ইউনিটের নেতাদের নামে মামলা হামলার ব্যাখ্যা দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাজার হাজার নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে অমানবিক জীবনযাপন করছেন।

এ সময় যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পরবর্তী কর্মসূচী ঘোষণা হবে বলে জানান রিজভী। সেই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, জনগণের আন্দোলনেই সরকারকে বিদায় নিতে হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ