বিএনএ, ঢাকা: রাজধানীর নয়াপল্টন এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে নবজাতককে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান মিয়া জানান, নয়াপল্টন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে গর্ভে থাকাকালিন আনুমানিক ৫ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। আমরা ধারণা করছি এই নবজাতককে কেউ গর্ভপাত করে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, আমরা আশে পাশের লোকজনের কাছে জানতে চাইলে কেউ জানাতে পারেননি কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পল্টন থানা পুলিশ এক নবজাতকের মরদেহ নিয়ে আসে। নবজাতকের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিএনএ/ আজিজুল, ওজি