17 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » টিকা নিয়ে ফেরার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

টিকা নিয়ে ফেরার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, ময়মনসিংহ : করোনার টিকা নিয়ে ফেরার পথে ময়মনসিংহের নান্দাইলে  পিকআপ চাপায় বন্যা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা সদরের নরসুন্দা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া সুলতানা বন্যা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রাম বাজারের ফল ব্যবসায়ী মো. খুররম মিয়ার একমাত্র মেয়ে। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

পুলিশ  জানায়, সকালের দিকে বন্যা সহপাঠীদের সঙ্গে করোনার টিকা নিতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে টিকা নিয়ে তার চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নরসুন্দা ব্রিজের ওপর আসতেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় বন্যা। এ সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান,  নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ না করায় বিনা ময়না তদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/ ওজি, জিএন

Loading


শিরোনাম বিএনএ