21 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে গণপিটুনিতে নিহত ৩

নারায়ণগঞ্জে গণপিটুনিতে নিহত ৩

নারায়ণগঞ্জে গণপিটুনিতে নিহত ৩

বিএনএ নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার ইলুমদি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মফিজুল, জমিরুল ও নবী। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান। তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে দেয়ার পর মারা যান। তারা সবাই লেগুনার চালক ছিলেন বলে জানান ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ