বিএনএ, রাজশাহী : রাজশাহীতে এক নবজাতকের কান দুটির আকৃতি আরবি হরফে ‘আল্লাহু’ লেখার মতো।আর এ নিয়েই দেখা দিয়েছে চাঞ্চল্য। শিশুটির স্বজনদের বিশ্বাস, কানে ‘আল্লাহু’ লেখা রয়েছে। তবে এ নিয়ে একজন চিকিৎসক ভিন্নমত দিয়েছেন।
শিশুটির নাম রাখা হয়েছে ওমর ফারুক।গত সোমবার দুপুরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় নগর মাতৃসদনে তার জন্ম হয়।তার মায়ের নাম সানজিদা আক্তার। এটি সানজিদার দ্বিতীয় সন্তান।
সানজিদা সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের আবু হোসেনের স্ত্রী।আবু হোসেন বিদ্যুৎ বিভাগে চাকরি করেন। থাকেন নারায়ণগঞ্জে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে মাতৃসদনে ওমর ফারুকের মা সানজিদা আক্তার ঘুমাচ্ছিলেন। শিশুটিকে নিয়ে বসে ছিলেন সানজিদার বোন শামীমা আক্তার।শামীমা আক্তার বলেন, জন্মের পর তারা কান দুটি সেভাবে খেয়াল করেননি।পরদিন সকালে পরিষ্কার করার সময় তিনি শিশুটির কান দুটির এমন আকৃতি দেখেন। এরপর দ্রুতই এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকে শিশুটিকে একবার দেখার জন্য মাতৃসদনে ভিড় জমাতে শুরু করেন।
মাতৃসদনটির প্রশাসনিক সহকারী কামরুন নাহার শিউলী বলেন, ফেসবুকের কল্যাণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ‘আল্লাহু’ লেখা দেখতে পাই।এটা নিয়ে অবাক হই কিন্তু এবার এই প্রথম নিজের চোখে দেখলাম।
তবে ভিন্নমত পোষণ করেছেন মাতৃসদনের ফ্যামিলি প্ল্যানিং কো-অর্ডিনেটর ডা. ওয়ালিদ চৌধুরী।তিনি বলেন, অনেক সময় দৈহিক গঠনের জন্মগত ত্রুটি থাকে।এটিকে কনজিনাইটাল অ্যানোলমলি বলা হয়ে থাকে।এই শিশুর বিষয়টি সে রকম হতে পারে।
বিএনএনিউজ/জেবি