16 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু,আক্রান্ত ৮৯০

দেশে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু,আক্রান্ত ৮৯০

দেশে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু,আক্রান্ত ৮৯০

বিএনএ,ঢাকা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে পুরুষ ৬ এবং নারী ৮ জন।হাসপাতালে মারা যান ১৩ এবং বাড়িতে ১ জন।এই নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮৩৩ জন।আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৯০ জন।ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনে দাঁড়িয়েছে।এছাড়া ২৪ ঘণ্টায় ৮৪১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার(১৩ জানুয়ারি)স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৭২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫দশমিক ৬৬ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য,বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ।সনাক্তের ১০ দিন পর ১৮ই মার্চে প্রথম  মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ