20 C
আবহাওয়া
২:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে আরব আমিরাত

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে আরব আমিরাত


বিএনএ বিশ্বডেস্ক :তিন সন্তানের মা এমিলিয়া ডোব্রেভা।  পেশায় মডেল ।  মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আরব আমিরাতের প্রতিনিধি হিসেবে। আরব আমিরাতও মিস ইউনিভার্স প্রতিযোগিতার খাতায় নাম লেখাতে যাচ্ছে প্রথমবারের মতো।

মিস ইউনিভার্স অর্গানাইজেশন আরব আমিরাতের জাতীয় পরিচালক পপি ক্যাপেলা  বলেছেন, এমিলিয়া মিস ইউনিভার্স UAE-এর জন্য নিখুঁত পছন্দ। তিনি বেশ সুন্দরী এবং স্মার্ট মহিলা।

পপি ক্যাপেলা আরও বলেন,  এমিলিয়া এক দশকেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন, আমিরাতের এক পুরুষকে বিয়ে করেছেন। ভালো আরবি জানেন।

আগামী ১৬ নভেম্বর মেক্সিকো সিটিতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ১৩০ টি দেশের সুন্দরীরা অংশগ্রহণ করবে।

আগে  শুধুমাত্র ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিত মডেলদের মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি ছিল। ২০২৩ সালে এসব বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছিল।  সংযুক্ত আরব আমিরাত ছাড়াও  প্রথম হিজাবি প্রতিযোগী মিস সোমালিয়া সহ আরও নয়টি দেশ ইভেন্টে  আত্মপ্রকাশ করবে।

বিএনএ/ ওজি/শাম্মী/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ