বিএনএ, বিশ্বডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান বলেছেন, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েল নিন্দনীয় কাজ করেছে। সোমবার রিয়াদে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি ইরানে হামলার নিন্দা জানান।
বিন সালমান বলেন, এই সম্মেলন আয়োজনের প্রস্তাব করার জন্য আমি বন্ধু ও ভ্রাতৃপ্রতীম দেশ ইরানকে ধন্যবাদ জানাচ্ছি।
সৌদি যুবরাজ আরও বলেন, সৌদি আরব আবারও ফিলিস্তিনে ইসরায়েলি জাতিগত শুদ্ধি অভিযানের নিন্দা জানাচ্ছে, যেখানে দেড় লাখেরও বেশি মানুষ শহীদ হয়েছেন।
লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে জানিয়ে বিন সালমান বলেন, চলমান অবস্থার অবসান ঘটানোর জন্য জাতিসংঘকে এগিয়ে আসতে হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞ শুরু হলেও এই প্রথম সৌদি যুবরাজকে কড়া ভাষায় ইসরায়েলের নিন্দা জানাতে দেখা গেল। এছাড়া তিনি এই প্রথম ইসরায়েলের মোকাবিলায় ইরানের পক্ষে শক্ত কোনো বিবৃতি দিলেন।
বিএনএনিউজ/ওজি/শাম্মী/হাসনা