20 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে ফ্ল্যাটে ফের গ্যাস বিস্ফোরণ, নারী নিহত,আহত ৭

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে ফের গ্যাস বিস্ফোরণ, নারী নিহত,আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ,নারী নিহত

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় ফ্ল্যাটে গ্যাসলাইন লিকেজ বিস্ফোরণে মায়া রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছে।শুক্রবার(১২নভেম্বর) সকাল ৬টা নাগাদ স্থানীয় লালখাঁর মোড়ে জনৈক মোক্তার মিয়ার ৫তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

ঘটনায় দগ্ধ ও আহত হন আরও ৭ জন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল ভেঙ্গে পড়েছে। মায়া রানী ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান। পাশের বাসার স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশুসন্তান দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এর আগে  গত ২৩ এপ্রিল (শুক্রবার) নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার আল আমিনের মালিকানাধীন তিন তলা ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণে দুই পরিবারের ১১ জন দগ্ধ হন। ফায়ার সার্ভিস বলছে, গ্যাসের চুলার লিকেজে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।বিস্ফোরণে ওই ফ্ল্যাটে দুটি কক্ষের পুরো দেয়াল ভেঙ্গে পড়ে এবং রান্নাঘর ও বাথরুমের দুটি দেয়াল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর