15 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » করোনা, বিশ্বে একদিনে সাড়ে ৬ হাজার মৃত্যু

করোনা, বিশ্বে একদিনে সাড়ে ৬ হাজার মৃত্যু

বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানি বেড়েছে

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে ৬ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। এতে  মৃতের সংখ্যা  ৫০ লাখ ৯৪ হাজার ৮৬০ জনে পৌঁছেছে।

এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৩০৪ জন। এতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে  ২৫ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৫৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, একদিনে রাশিয়ায় সর্বোচ্চ সাড়ে ১২শ মানুষের প্রাণহানি হয়েছে। দেশটিতে এদিন শনাক্ত হয়েছে ৪০ হাজারের বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ ইউক্রেনে মারা গেছে প্রায় ৭শ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় ৫ শতাধিক মানুষের প্রাণ গেছে। শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি রোগী। রোমানিয়ায় ২৪ ঘণ্টায় আরও ৩ শতাধিক মানুষের প্রাণ গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সংক্রমণের তালিকায় শীর্ষে উঠে এসেছে জার্মানি। ইউরোপের এই দেশটিতে গত এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৩৭৭ জন এবং মারা গেছে ২২৩ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৪৩ জন। নতুন করে ১৫ হাজার ১৪৪ জন করোনায় সংক্রমিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছে ২৬৪ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৩৭৪ জনের।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৯৫ জন। নতুন করে ভাইরাসটিতে ২ হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৬০ জন এবং মারা গেছে ৪ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।

এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৩ জন, তুরস্কে ১৯৭ জন, এবং পোল্যান্ডে ২৭৪ জন মারা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ