15 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » সাড়ে এগার হাজার ফুট উঁচুতে পানির পাইপ পৌঁছল

সাড়ে এগার হাজার ফুট উঁচুতে পানির পাইপ পৌঁছল


বিএনএ, বিশ্বডেস্ক : উত্তর হিমালয়ের কোলে ১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় থাকা লেহর ছোট্ট শহর। একেবারে চীন সীমান্তের কাছে ছবির মতো সুন্দর এই ছোট্ট শহর। লাদাখ রিজিয়নে এই অঞ্চল বেশিরভাগ সময়ই তুষারে ঢাকা। অত্য়ন্ত দুর্গম এই এলাকা। সেই দুর্গমতার বাধা টপকে এবার সেখানকার ৬০টি গ্রামে ২৪ ঘণ্টার পানীয় জলের ব্যবস্থা করল ভারত।

দুর্গম এলাকায় এই পাইপলাইন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় বড় বাধা ছিল। সকল বাধা অতিক্রম করে সেই লেহর প্রত্যন্ত গ্রাম ডিপলিংয়ের পানীয় জলের পাইপ লাইন পৌঁছে দেওয়া হয়েছে। 

ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভারত লাল বলেন, আকাশপথেও  ইঞ্জিনিয়ার, শ্রমিকদের পৌঁছে দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসন জানিয়েছে কিছুক্ষেত্রে প্রকল্প চালু রাখার জন্য সোলার ইউনিটও করা হয়েছে।  

বিএনএনিউজ/এইচ.এম,জিএন।

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম