বিএনএ, বিশ্বডেস্ক : উত্তর হিমালয়ের কোলে ১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় থাকা লেহর ছোট্ট শহর। একেবারে চীন সীমান্তের কাছে ছবির মতো সুন্দর এই ছোট্ট শহর। লাদাখ রিজিয়নে এই অঞ্চল বেশিরভাগ সময়ই তুষারে ঢাকা। অত্য়ন্ত দুর্গম এই এলাকা। সেই দুর্গমতার বাধা টপকে এবার সেখানকার ৬০টি গ্রামে ২৪ ঘণ্টার পানীয় জলের ব্যবস্থা করল ভারত।
দুর্গম এলাকায় এই পাইপলাইন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় বড় বাধা ছিল। সকল বাধা অতিক্রম করে সেই লেহর প্রত্যন্ত গ্রাম ডিপলিংয়ের পানীয় জলের পাইপ লাইন পৌঁছে দেওয়া হয়েছে।
ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভারত লাল বলেন, আকাশপথেও ইঞ্জিনিয়ার, শ্রমিকদের পৌঁছে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে কিছুক্ষেত্রে প্রকল্প চালু রাখার জন্য সোলার ইউনিটও করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম,জিএন।