বিএনএ, ডেস্ক: কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের গোলদিঘি পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আমিন নোমান।
পুলিশের তথ্য মতে, সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর নামে অস্ত্র, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, ভুমিদখল সহ ১০টি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সে গত ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ এর সাথে জড়িত ছিল।
বিএনএনিউজ / আরএস/ শাম্মী/এইচমুন্নী